Saturday, October 3, 2015

♦♦♦আপনার FACEBOOK পাসওয়ার্ড জানলেও কেউই LOG IN করতে পারবেনা কেঊ আপনার ফেসবুক আইডি তে ।

আমরা দীর্ঘসময়
নিয়ে গড়ে তুলি আমাদের সাধের
ফেসবুক আইডিটি। কিন্তু হঠাত আড়ল
থেকে কেউ যদি আমাদের আইডির
পাসওয়ার্ড জেনে যাই বা কেউ
কুমতলবে যদি আপনার পাসওয়ার্ড
হাতিয়ে নেয় তখন কি করবেন?
ব্যাস চিন্তা নেই আজকের টিউনটি
এই বিষয়েই।
এখন থেকে পাসওয়ার্ড জানলেও
কেউই লগ ইন করতে পারবেনা
আপনার ফেসবুক আইডি তে।
তাহলে নিচের ধাপগুলা অনুসরণ
করুন…...

♦প্রথমে ফেসবুকে লগ ইন করুন।
♦ Settings এ যান।
♦Security এ যান।
♦ Login Approvals On এর
ডানপাশে Enable এ ক্লিক করুন।
♦ খালি বক্সে আপনার ফোন
নাম্বার দিন। যেমনঃ 179********
……. (0 দেয়া লাগবে না)
♦ আপনার ফোনে একটা কোড
যাবে।
♦ বক্সে কোডটি সাবমিট করুন।

*** এখন থেকে অন্যকোন মোবাইল
বা পিসি ফেসবুকে দিয়ে আপনার
ফেসবুকে লগ ইন করলে আপনার
ফোনে কোড আসবে। তাই আপনার
পাসওয়ার্ড জানলেও কেউ ঢুকতে
পারবেনা।
N B ঃ কোড ছারা লগ ইন করতে
পারবেন না তাই যেই নাম্বের এড
করবেন ওটা অন রাখবেন।

0 comments

Post a Comment