Saturday, October 3, 2015

♦♦♦মোবাইল দিয়ে মুকতি পান ফেসবুকের বিরক্রিকর Group থেকে !!!

আমরা অনেকেই ফেসবুক ব্যবহার
করি।অনেক সময় আমরা ভুলবশত এমন
অনেক গ্রুপে জয়েন করি বা নিজের
ফ্রেন্ডলিস্টে থাকা কোন বন্ধু
একটা অস্বস্তিকর গ্রুপে জয়েন করে
যা আপনার৲ মোটেও পছন্দ না।তাই
আপনি৲ এই গ্রুপ থেকে বিদায় নিতে
চান কিন্তু পারছেন না।আর এই
ঝামেলা সমাধানের জন্যই এই
পোস্ট।
গ্রুপ ছাড়তে
প্রথমে ওই গ্রুপে যান৲।

এবার একবারে নিচে যান দেখবেন
অনেকগুলো অপশন আছে যেমন
Info
Add member ইত্যাদি ইত্যাদি।
আপনি৲ Info তে ক্লিক কর।

এবার দেখবে আবারও অনেকগুলো
অপশন দিছে ।আপনি এবার নিচে
যান।দেখবেন Leave group নামে
একটি অপশন আছে।ওটাতে ক্লিক
করুন।
আবার একটা পেজ এসেছে।এখানে
আপনার গ্রুপটি ছাড়ার কারণ
জানতে চাইবে আপনি কিছুই না
দিয়ে Leave group এ ক্লিক করবেন।এবার দেখুন মজা। Group আপনার FACEBOOK থেকে উদাউ।।

0 comments

Post a Comment