নরওয়েতে যারা উচ্চশিক্ষার কথা
ভাবচ্ছেন তাদের জন্য আমার কিছু
কথা :-
১ -প্রথম কথা হল নরওয়েজিয়ান
ইউনিভার্সিটি গুলোতে ব্যাচেলর এ
খুব কম সংখ্যক প্রোগ্রাম আছে যা
ইংলিশে পড়ানো হয় . হাতেগোনা
থেকে ৪ প্রোগ্রাম ব্যাচেলর এ
আছে যা আপনি ইংলিশে পড়তে
পারবেন নরওয়ে তে .
২-ব্যাচেলর এর ভর্তির ক্ষেত্রে
আপনাকে উচ্চ মাধ্যমিক পাশের পর
বাংলাদেশের যে কোন
ইউনিভার্সিটি লেভেলে ১ কিংবা ২
বছর পড়াশুনা করেছ েন এমন
প্রমানাধি দেখাতে হবে .
৩-মাস্টার্স ও পি .এইচ ডি এর
ক্ষেত্রে ইংলিশে পড়াশুনার সুযোগ
আছে .
৪-এখানে ব্যাচেলর . মাস্টার্স , পি
এইচ ডি যেকোন লেভেলে পড়াশুনা
করতে কোন টাকা পয়সা লাগে সম্পুর্ন
বিনা বেতনে অধ্যয়ন . সরকারী
ইউনিভার্সিটি গুলো পড়াশুনার
যাবতীয় খরচ সরকার বহন করেন .
মাস্টার . পি এইচ ডি এর ক্ষেত্রে
স্কলারশিপ (ফান্ড) এর ব্যবস্থা আছে
.
৫- মাস্টারস , পি .এইচ .ডি শেষে
স্থায়ী ভাবে বসবাসের সুযোগ পেতে
পারেন .
৬- জীবনযাত্রার মান সবচাইতে
ভালো ইউরোপের মধ্যে. শান্তিপুর্ন
দেশের তালিকায় বিশ্বের ১
নম্বর পজিশনে.
7-স্থায়ীভাবে বসবাস করতে
চাইলে পড়াশুনা শেষে আপনাকে
সাবজেক্ট রিলেটেড জব বেবস্থা
করে ওয়ার্ক পারমিট এ আবেদন করতে
হবে । সাবজেক্ট রিলেটেড জব পেলে
৩ বছর এই ক্যাটাগরিতে থাকার পর
আপনি পি আর এর জন্য আবেদন করতে
পারবেন ।
এখন কথা হলো নরওয়েজিয়ান
ইউনিভার্সিটি তে আবেদন করতে কি
কি ডকুমেন্টস প্রয়োজন ?
আমি আপনাদেরকে একটা সর্ট নোট
দিচ্ছি নরওয়ে তে আবেদনের
বেপারে .
১-পাসপোর্ট এর কপি
২-শিক্ষা সনদ এস এস সি ও এইচ এস
সি + বাংলাদেশের
ইউনিভার্সিটিতে পড়াশুনা করেছেন
তার ছাড়পত্র ( ব্যাচেলর এর জন্য )
ডিপ্লোমা কিংবা ব্যাচেলর এর
সার্টিফিকেট
৩- অফিসিয়াল ট্রান্সক্রিপট এস এস
সি ও এইচ এস সি .
ব্যাচেলর এর অফিসিয়াল
ট্রান্সক্রিপ্ট অফ রেকর্ড .( ফর
মাস্টার্স )
৪-ইংলিশ লাঙ্গুএজ সার্টিফিকেট
IELTS 5 .5 -6 .0
৫- CV
৬- রেকমেন্ডডেসন লেটার কমপক্ষে ২
টা ( মাস্টার্স এর ক্ষেত্রে )
৭- ব্যাঙ্ক স্টেটমেন্ট ( পরবর্তী
সময়ে ) মনে রাখা দরকার জার্মানি
মত নরওয়েতে ও ব্লক একাউন্ট এ টাকা
দেখাতে হবে তবে টাকার পরিমান
প্রায় ১৩ লক্ষ . ৯৫০০০ নরওয়েজিয়ান
ক্রোনার সমপরিমাণ .
এপ্লিকেশন ডেডলাইন : পহেলা
ডিসেম্বর . উভয় ব্যাচেলর ও
মাস্টার্স প্রোগ্রামের জন্য .
সকল প্রকার ডকুমেন্টস নোটারি করে
পররাষ্ট্র মন্ত্রলায় থেকে সত্যায়িত
করতে হবে .উল্লেক্ষ্য যে প্রথমে
অনলাইন আবেদনের পর সব ডকুমেন্টস
পোস্ট অফিস বা কুরিয়ার সার্ভিসের
মাধ্যমে ডাইরেক্ট অফ
ইন্টারন্যাশনাল অফিসার এর কাছে
পাঠাতে হবে . আর কোর্স সম্পর্কে
বিস্তারিত জানতে ইউনিভার্সিটি
গুলোর ওয়েবসাইট এ দেখার অনুরোধ
রইলো. নরওয়ে তে উচ্চশিক্ষার
যাবতীয় তথ্য পাবেন এখানে
http://www.studyinnorway.no/
সবকয়টি ইউনিভার্সিটি সহ সব কিছুর
বিস্তারিত বিবরণ দেয়া আছে
এখানে ।
0 comments
Post a Comment